হায় ! ক্ষমতা...
সত্যি তোমার জন্য হয়
আমার অনেক মমতা !
তোমাতে হলেই আসীন
মানুষ হয় কত উদাসীন ।
বিবেকের দরজা হয় বন্ধ  
অম্তর চক্ষু চিরতরে অন্ধ ।
গন্ধ ছড়াও করে নির্মমতা...
হায় ! ক্ষমতা...
দেখাও কত দোর্দন্ড দাপট
সিংহকেও কর ভীরু কপট ।
হয়েও উঠো যে স্বেচ্ছাচারী
যেন সবার মূণ্ডুছেদন কারী
আহাজারি করে অসমতা ।
যখনই হয় সে ক্ষমতাহীন
তখনই আসে তার দুর্দিন ।
সঙ্গীন হয়ে হয় সে অসহায়
কাউকে সে পাশে নাহি পায়
একদা তার মুখের মাছি
তাড়াতেও দেখায় অক্ষমতা...!


রচনাকালঃ- রাত ১১:৫৭টা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, মিরপুর, ঢাকা ।