কোন বড় স্বপ্ন লালন করে এই জীবনে
কেউ যদি হতে চাও সফল ।
যত মায়া লাগুক কোন মুখ শক্ত করে
বাঁধো বুক নয়তো সবি হবে বিফল ।
একই বুকে দুটি স্বপ্ন লালন এ দুনিয়ায়
বড় ভয়ানক এক কঠিন কাজ ।
একের কারণে অপরটিও বরবাদ হবার
সম্ভাবনা সর্বদা করে যে বিরাজ ।
তুমি মানব দরদী বলেই জন কল‍্যানে
স্বপ্ন তোমার হবে পাহাড়সম ।
সেই দিলই তো ঐ মায়াময় মুখটিকেই
বানাবে জীবনের সবচেয়ে প্রিয়তম ।
তোমায় নিয়ে তাইতো যত ভয় কারো
মায়ার বন্ধনে পরে কর যদি সব লয় ।
কারণ তোমার মতো সে না হলে দরদী
তোমার তো অচিরেই হবে পরাজয় ।
কারো মুখটি মায়াময় হলেই যে তার
দরদী হবে হৃদয় তা ভাবা ঠিক নয় ।
তোমার মতো উদার চেতা মানুষদের
সবসময় তো এই ভুলটিই হয় ।
তুমি স্বার্থপর নয় বলেই তোমার স্বপ্ন
জনহিতকর হবে এটাই স্বাভাবিক ।
এবং স্বার্থপর নয় বলেই কারো মায়ায়
পড়ে হতেই পারো অতিমানবিক ।
তখন তার মাঝে নিজকে বিলিয়ে দিয়ে
আবার তাকেই কর যদি অবলম্বন ।
ভয়টা সেখানেই, তাকে না পেলে তুমি
যে অনিবার্য হারাবে নিজ নিয়ন্ত্রণ ।
সেই স্বপ্ন বাস্তবায়ন হবে সুদূর পরাহত
পাবে না তখন বেঁচে থাকার যুক্তি ।
তাই যত মায়া লাগুক বুকে এ জীবনে
জড়াতে যেওনা তাকে, পাবেনা মুক্তি ।
তোমার স্বপ্ন জালে যে জড়িয়েছ তাকে
তাই যদি সে যায় জাল ছিন্ন করে ।
সেই সাথে তোমার স্বপ্ন সাধ সবি হবে
বরবাদ রবে নিদারুণভাবে বেঁচে মরে ।


রচনাকালঃ- রাত ১১:৫৭টা, সোমবার, ৮ ভাদ্র ১৪২৯,
২২ আগষ্ট ২০২২, মিরপুর, ঢাকা ।