অবহেলা
-----------------------------
--------শিব পদ রায়
কাউকে অবহেলা করা উচিৎ নয়,
কোন এক সময় বুঝবে পরিণয়।
ঘড়ির কাঁটা এক জায়গায় থাকে না,
সময়ের সাথে তা বদল সম্ভাবনা।

যাকে চাপ দিলে মনে হবে সংকুচিত,
ধৈর্য্য ধরে টিকলেই দ্বার উন্মোচিত।
ঈশ্বরের কৃপাদৃষ্টি কারোর উপরে,
চুল ধরে টেনে উঠায় বিধাতা তারে।
                  
নরের সাধ্য নাই দমাতে পারে তাকে,
ভাগ্যের চাকাই ঘোরে তারই মস্তকে।
একদা মানুষ হবে মাথা উঁচু করে,
স্বর্গের দেবী আসবে তাহার দুয়ারে।

অবহেলা অবজ্ঞায় মনুষ্যত্ব লভে,
একান্ত চেষ্টায় অনন্য উচ্চতা পাবে।
সবার মূল্যায়ন করবো একই ধারায়,
অবহেলিত জনগোষ্ঠী পূর্ণতা পায়।
             তাং- ১১/০১/২৪ ইং
         চুকনগর, ডুমুরিয়া, খুলনা।