অহংকার
--------------------------------
--------শিব পদ রায়
হলে টাকা ধন              অহংকারে মন
          নিজেকে জাহির করে,
অপরকে দেখে               অবহেলা চোখে
          অর্থের মোহে সংসারে।


আজকে যে রাজা           কালকে সে প্রজা
           ভিক্ষা করে দ্বারে দ্বারে,
নিজ কর্মফল                 সুফল বিফল
            সবই ললাটে করে।


সাম্যের দৃষ্টিতে                চলে এক সাথে
            কভূ নাহি হিংসা করে,
করে যায় কাজ                 থাকে নাতো লাজ
               কর্মগুনে সে শিখরে।


করো অহং ত্যাগ               রেখ না বিরাগ
               কিছুটা পাবেগো স্বস্তি,
পর উপকারে                    বিলাও নিজেরে
                নয় হিংসা পাবে শান্তি।
      
         তাং- ২৮/০৪/২৪ ইং
     চুকনগর, ডুমুরিয়া, খুলনা।