অকাল
--------------------------
-------শিব পদ রায়
এখন নেই কালের ঠিক
                ছয় ঋতু সেরা গ্রীষ্ম,
বছরই গরমের হাঁক
                নয়তো নাতিশীতোষ্ণ।


উষ্ণ অভ্যর্থনা হাহাকার
                     চারদিকেই অসস্থি,
বাইরে ঘরে খুব বাহার  
                     কোথাও যে নেই শান্তি।


শীতের সময় খুব শীত
                    জন জীবন বিপন্ন,
বিনষ্ট হয় ত্বকের ভীত
                      তীব্র শৈত্যে মন ক্ষুন্ন।


মৌসুমে  হয় না বৃষ্টিপাত
                        কৃষকের নেই হাসি,
সোনার ফসল ভালে হাত
                        ঢের ব্যয় নয় খুশি।


বাকি ঋতুগুলো নাই দৃশ্য
                       আমেজ নাই আনন্দে,
গ্রীষ্ম বর্ষা শীতই আদর্শ
                        কাটুক জীবন ছন্দে।
       তাং- ২৫/০১/২৪ ইং
      চুকনগর, ডুমুরিয়া, খুলনা।