আকাশ
---------------------
--------শিব পদ রায়
আকাশটাতো খুবই উদার
আছে অনেক শিক্ষা নেওয়ার,
নীলাকাশে সাদা মেঘের ভেলা
খেলে লুকোচুরি বহু পাওয়ার।
গগনে ভাসে খন্ড মেঘমালা
ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণায় সৃষ্টি
ঝরঝর বর্ষণ ধরা পরে
কৃষক আনন্দে এ তার প্রাপ্তি।
আকাশেই নক্ষত্র তারা গ্রহ
মিটমিট করে অসংখ্য জ্বলে,
সারি সারি সাজানো গোছানোই
চারদিকে বিচিত্র দলে দলে।
কত রকমের আকাশযান
এক মেরু থেকে অন্য মেরুতে,
বায়ু সেনাদেরই আড্ডাখানা
দেশের সার্বভৌমত্ব রক্ষিতে।
মানুষের মনটা যদি হতো
আসমানের মতো সাবলীল,
দুনিয়া পুরোটা বদলে যেত
পেতাম ঐক্যের বিশ্ব নিখিল।
তাং- ২৪/১২/২৩ ইং
চুকনগর, ডুমুরিয়া,খুলনা।