অক্ষয় তৃতীয়া
----------------------------------
--------শিব পদ রায়
যার ক্ষয় বা বিনাশ নাই তা অক্ষয়,
এ তিথীতে বেশি বেশি কৃষ্ণ নাম লয়।
যত ধর্ম চর্চা হয় তত পূন্যময়,
ভালো কর্মের অধিক সুফল পায়।


নিরামিষ আহার একান্ত প্রয়োজন,
আমিষযুক্ত খাবার সম্পূর্ণ বর্জন।
তৃতীয়ার পূর্ব পরদিন নিরামিষ,
শুদ্ধ বৈষ্ণব সেবা দান দেয় আশীষ।


প্রাত:স্নান, হরিনাম জপ কার্যগুলি,
ভগবানের সেবা পূজাদি পুষ্পাঞ্জলি।
বৈশাখের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি,  
এ কর্ম করলে পাবে যম অব্যাহতি।


মা গঙ্গা পূণ্য তিথিতে মর্তে আগমন,
জগন্নাথের শ্রীঅঙ্গে চন্দন লেপন।
চন্দন যাত্রা হলো বিশেষ নিবেদন,
অবৈধ সংঘ নেশা করবেই বর্জন।


মৎসপুরাণেতে সত্যযুগের সূচনা,
পদ্মপূরানে  লগ্নে ত্রেতাযুগ ঘোষণা।
লীলাচ্ছলে ভিক্ষুকবেশে শিব দর্শন,
অন্নপূর্ণা দেবীর অন্নভোগ বিতরন।


এই ব্রত পালনে সবাই হবো মত্ত,
পূণ্যার্জনে এগিয়ে যাব অবধারিত।
সব শুভকর্মে অক্ষয়া তিথি পুণ্যফল,
গোবিন্দের কৃপাদৃষ্টিতে পাই সুফল।
             তাং- ১০/০৫/২৪ ইং
      চুকনগর, ডুমুরিয়া, খুলনা।