একুশের ডাক
---------------------------
--------শিব পদ রায়
সেই প্রভাতে খোকা চলে গেল
      আরতো ফিরে এলো না,
শুধু পথচেয়ে বসে আছে
          মায়ের মন বোঝে না।


খোকা চলেছে ভাষার তরে
          যে কোনো মূল্যে রক্ষিতে,
পিছন ফেরা নাই সময়
            উর্দুর বদলা নিতে।


মা ডালের বড়ি বানিয়েছে
             তাকে খাওয়াবে বলে,
কিন্তু ভাষা যুদ্ধে প্রাণ রক্ষা
             বিধাতা দিল কি ভালে।


একুশ তাকে ডাক দিয়েছে
             বাংলা টিকিয়ে রাখতে,
বর্বর বাহিনীসনে যুদ্ধে
              শেষ দেখা চায় মাতে।
      তাং- ০৩/০২/২৪ ইং
     চুকনগর,ডুমুরিয়া, খুলনা।