ফেব্রুয়ারি
-------------------------
--------শিব পদ রায়
ফেব্রুয়ারি মাসে একুশ তারিখ,
করবো আমরা সবাই নিরিখ।
আন্তর্জাতিক ভাষা দিবসে,
শ্রদ্ধা নিবেদন প্রাণের আবেশে।


উনিশ শো বায়ান্ন সালে একুশে,
কত তাজা প্রাণ যে গেল নিমেষে।
সালাম বরকত জব্বার রফিক,
অসংখ্য আত্মা যারা পারলৌকিক।


মাতৃভাষায় অসংখ্য প্রাণ গেল,
বাংলার পথ রক্তে রঞ্জিত হল।
প্রভাত ফেরীতে যাত্রা নগ্নপায়ে,
আমার ভা'য়ের রক্তে গান গেয়ে।


বছরে বাঙালি শহিদ স্মরণে,
পুষ্পমাল্য অর্পণ করে মননে।
সেই আদর্শে উজ্জীবীত বাঙালি,
ফেব্রুয়ারির গানে দিবস পালি।
    তাং- ০২/০২/২৪ ইং
  চুকনগর, ডুমুরিয়া, খুলনা।