নীতি নৈতিকতা
------------------------------
-------শিব পদ রায়
নীতি নৈতিকতা হলো অমূল্য সম্পদ,
এটা হারালে আর থাকে না সাধুবাদ।
নেমেছে আজ নিয়ম নীতি বিসর্জনে,
বিবেক বিক্রি হচ্ছে টাকায় সংগোপনে।


অর্থের বিনিময়ে মানুষ ছুটছে অপাত্রে,
নিজ জনে দেয় দূরে ঠেলে মিশে গাত্রে।        
মানুষকে করে নাতো আদৌ মূল্যায়ন,
মানেনা গুরুজনে হারায় কর্তব্যকারণ।


সহসা নেতার পিছে ঘুরে সারাক্ষণ,
প্রয়োজনে এসে করে বিরুদ্ধাচরণ,
সময়ে অনেকেই বন্ধুর অভিনয়,
দু:সময়ে কেউ কারো নয় বোঝা যায়।


বাধা বিঘ্ন উপেক্ষা করে লক্ষ্যে পৌঁছায়,
প্রতারক  মালা হাতে গলায় পরায়।
উপকার না পারলে ক্ষতি করব না,
নৈতিক গুনে আবদ্ধ হব সে ভাবনা।
    তাং- ০৯/০১/২৪ ইং
     চুকনগর ডুমুরিয়া, খুলনা।