প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা
--------------------------------------------
-------শিব পদ রায়
জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায়,
শিক্ষার্থীদের অংশ গ্রহণ সম্ভাবনায়।
মনের শান্তি শিক্ষার্থীর হয় খেলায়,
দৈহিক সুঠাম গঠনও বৃদ্ধি পায়।


খেলাধূলা বিহীন শিক্ষার্থীর দুশ্চিন্তা,
সর্বকাজে থাকে পিছে পাই সত্যতা।
থাকে সর্বদা জীবনে নিরুৎসাহী যুক্ত,
হতে পারে না কখনো অভিশাপ মুক্ত।


ক্রীড়া  প্রতিযোগিতায় স্থান অধিকার,
উৎসাহ উদ্দীপনা বাড়ায় শতবার।
স্কুল থেকে ইউনিয়ন ও উপজেলা,
শ্রেষ্ঠত্ব হলে কেবল আনন্দের পালা।


আরো যদি হয় কেউ জেলা সর্বশ্রেষ্ঠ,
বিভাগীয় চ্যাম্পিয়নেই কর্তব্যনিষ্ঠ।
জাতীয় পর্যায়ে গিয়ে সেরা হলে পরে,
প্রধানমন্ত্রীর পুরষ্কার পৌঁছে ঘরে।


     তাং-০৮/০২/২৪ ইং
    চুকনগর, ডুমুরিয়া,খুলনা।