ভ্যাবসা গরম
---------------------------
----------শিব পদ রায়
তাপদহ তাপদহ তীব্র তাপদহ,
প্রতিকূল পরিবেশে ভালো নেই কেহ।
ফ্যানের বাতাসে অগ্নি স্ফুলিঙ্গ বেরোচ্ছে,
এতটুকু স্বস্থি নাই তীব্র ঘাম হচ্ছে।


তাপের যন্ত্রনায় স্কুল কলেজ বন্ধ,
ঘরের বাইরে না যেতে চলে দ্বিধাদ্বন্দ্ব।
গৃহে যাচ্ছে না টেকা কেবলি হাহাকার,
ঘরে বাহিরের ডাক মিলে একাকার।


অত্যাধিক ভ্যাপসা গরম সম্মুখীন,
গুমট বাতাস যাতে অগ্নি সংযোজন।
অপ্রত্যাশিত বৈশম্যের স্বীকার নর,
অফুরন্ত জলের চাহিদা শরীরের।


নিশিনিদ্রা হচ্ছে হারাম সব উত্তপ্ত,
প্রকৃতির অমোঘ বিধান ভালে প্রাপ্ত।
এসিতে আছে যারা অতি আরামে,
কারেন্ট না থাকলে পরে কাটে ব্যারামে।


আর কত দেখবো এমন বিভীষিকা,
নিত্য শ্রম নেশায় উন্মত্ত ভাগ্যরেখা।
আমরা ভাবি তাদের আত্মবলিদান,
পেটের জ্বালা নির্বৃত্তে যার অবদান।


স্রষ্টার মাপকাঠি হউক নিরসন,
চাই না বিরূপ আবহাওয়া এমন।
অধিক উদ্ভিদ লাগিয়ে স্রষ্টাকে স্মরি,
প্রকৃতির ভারসাম্য যেন রক্ষা করি।


     তাং- ২১/০৪/২৪ ইং
    চুকনগর, ডুমুরিয়া,খুলনা।