অবিশ্বাসের ছায়া পড়েছে আমার উপর
মরচে ধরা লোহা গলাতে ব্যর্থ হাপর


তীব্র রোদের মাঝেও ছায়া কেন অবিচল
পানিতে ডুব দিয়েও দেখি তা অবিকল


স্বার্থের দাপটে অসহায় বিশ্বাস
অস্থির হৃদপিণ্ড ফেলছে দীর্ঘ নিঃশ্বাস


আলোতে বাস করে স্বাদ পাচ্ছি আধাঁরের
ধ্বংস আজ ঘনিয়ে এলো বিশ্বাসের মিনারের


এমনটি যে হবে ভাবনায় ছিল না
প্রিয় মানুষগুলো বদলে যাওয়ার এ কোন নমুনা?