প্রতি বছর বিজয় দিবস আসে,
আসে অনেক মধুময় স্মৃতি নিয়ে।
প্রতিটি বাঙালিকে বিজয়ের স্বাদ,
নতুন করে অনুভব করাতে।


তবুও আমি হাসতে পারি না-
কেন জানি আমার হাসি আসেনা?
কি যেন এক নিদারুন কষ্ট আমাকে তাড়া করে?
আমার বিজয়ের হাসিকে আটকে রাখে!


আমি হাসতে চাই-
বিজয়ের দিনে,বিজয় দিবসে।
কেন জানি আমার হাসি আসেনা?
আমি হাসতে পারি না।


আমি আজও যখন দেখি মুক্তিযোদ্ধার চোখে অশ্রু,
আমি আজও যখন দেখি দেশ বিরোধীদের চক্রান্তের বিন্দু।
আমি আর নিজেকে সামলাতে পারি না,
আমি আর হাসতে পারি না,
আমি আর প্রাণ খুলে শ্বাস নিতে পারি না,
আমি চিৎকার করে বলছি এই সব মানি না।
কত মা-বোনের ইজ্জত মিশে আছে এই বিজয়ে,
কত প্রাণ আর রক্ত একাকার বিজয়ে।
আমি সেই দিন হাসব,
যে দিন সবকিছু কড়ায় -গন্ডায় বুঝে নেব।
আমি সেই দিনের অপেক্ষায়-
প্রাণ খুলে হাসার দিন,
ভেতরে ভেতরে কাঁদার দিন নয়।