রাজনীতির মাঠে আমি ঘুরে বেড়াই,
করিতে নহে রাজনীতি।
রাজনীতি আমি দেখে যাই,
কত যে কাঁদিছে রাজনীতি।
কত যে মানুষের রক্তে লাল রাজনীতির মাঠ,
কত যে মানুষের প্রাণ প্রদীপ নিভিয়ে দিল এ মাঠ।
হিসেব করতে যেয়ে কেনো ,
আমি বার বার হিসেবে ভুল করি।
হতাশার চাদর গায়ে দিয়ে আজ,
হাঁটছি আমি এ পথে।
রক্তে লাল পথে হাঁটতে কেনো,
আমার এতো ভয় করে।
রাজনীতির মাঠে ঘুরে, ঘুরে বৃথাই মরি ভাই,
তবুও আমি কখনো রাজনীতি করি নাই।