প্রভাত ফ্রেরীর অপেক্ষায় আছি অনেক কাল ধরে,
নির্ঘুম আঁকি মোর কেঁদে কেঁদে মরে।
দীর্ঘ রাত আর আঁধারের খেলা,
আক্ষেপ শুধু কেন জমেনা জীবনের মেলা?


কত কাল আর রইব আঁধারের মাঝে?
জীবন প্রদীপ যে আজ নিভু নিভু সাঁজে!
তাঁরাবিহীন শূন্যতা যন্ত্রণা কেবল বাড়ায়,
দু:খের অনল শুধু দেহ মনকে পোঁড়ায়।


তবে কি আর জীবনে নেই কোন আশা?
মনের ভেতর স্বপ্ন এসে বাঁধবে না কোন বাসা!
আঁধারের দেয়াল ভেঁঙ্গে পরতে আর কত দেরী?
জীবনে মোর আসবে কখন প্রভাতের ফ্রেরী...???