কষ্ট করে চাষ করেছে
            করেছে কত যত্ন।
আশায় আশায় বুক বেঁধেছে
        দেখেছে অনেক স্বপ্ন ।


ধান পেঁকেছে সোনা ফলেছে
            এবার কাঁটার বেলা।
কাঁছি নিয়ে তাইতো কৃষক
           জুড়েছে মাঠে মেলা।


গলা ছেরে গাচ্ছে গান
           ধান কেঁটে কেঁটে।
স্বপ্নগুলো আসছে যেন
        তার কাছে আজ হেঁটে।


ধান নিয়ে কৃষক আসলো বাড়ী
        কৃষানীও খুশীতে ছুটে আসে।
বড় মেয়েকে দিবে বিয়ে
          তারিখ যে আগামী মাসে।


কৃষানীর লাগি কিনবে শাড়ী
       ছেলেমেয়ের জন্য স্কুলড্রেস ।
মহাজনের ঋণ শোধ হবে
       থাকবে না আর দেনার লেস।


বৃষ্টিতে ভীজে আর রোদ্রে পোঁড়ে
         যে কৃষক করেছে এত কষ্ট।
ভুলিয়ে দিয়েছে সবকিছু
            পাঁকা ধানের গন্ধ।


পাঁকা ধানের গন্ধটা যে
          মেশকে আম্বরের রত্ন।
  ভুলিয়ে দেয় দু:খ কষ্ট
          আর এটাই কৃষকের স্বপ্ন ।