কুন্ডুলী পাকিয়ে শুয়ে আছি অন্ধকার কোণে
শুয়ে আছি মৃত্যুশীতল শিশমহলে
নিষ্করুণ আধাঁর যেন উপগত হতে চাইছে পৈশাচিক
উল্লাসে, আলো ফুরালেই হব শৃগালীর খোরাক
গুটিয়ে নিয়েছি নিজেকে কুনো ব্যাঙ্গের সংকীর্নতায়
নির্বৃতি চেয়েছি সুখে থাকার অভিনয় আর পঙ্কিলতায়
আচ্ছন্ন পৃথিবী থেকে,যেখানে শিশুর বাঁধভাঙ্গা হাসি আর
হাসায় না, কেবল সমস্তটা ছাপিয়ে আছে দূরাগত এক বিপন্ন সুর
গিনিপিগদের লোকদেখানো ইউটোপিয়া সমাজে আমি একখুঁট আবর্জনা
আধাঁর সাম্রাজ্যে নির্বিবাদী, নির্বিষ উপস্থিতি
অসহনীয়, অশ্রাব্য দুর্নিরীক্ষ্য এক পরিনতি
শোষ-কাগজের মত শুষে নিয়েছি সমস্ত আধাঁর, করেছি নিষ্ঠুর প্রবঞ্চনা।
শেকড় কেটে গেছে, জন্মটা যেন এক প্রহসন
আধাঁর শ্বাপদরা তবু পিছু নেয়
মাটি শুঁকে এগিয়ে আসে গন্ডায় গন্ডায়
আছি তাই কাঁচের এপারে, নিয়েছি স্বেচ্ছা নির্বাসন