তর স্কুল ছুটির ঘন্টা
আমার বাড়তে থাকা সেই ০৪টা ২৮
তর সাদা নীল জড়ানো স্কুল ড্রেস
আমার সকালের ঘুম জড়ানো ০৯টা ২৫
এভাবেই কেটে গেছে দুরন্ত শৈশব


বন্ধের দিনে কঢ়া রোদ
ঘড়ির কাঁটা তখন জানায় এখন মধ্যদুপুর
তর খোলা চুল আর ভিজে যাওয়া তোয়ালে
আমার স্টেশনে হচ্ছে তখন ঘন্টা ধ্বনি
খুঁজে দেখবো কয়েক বছর আগের স্মৃতি


সূর্য তখন যাচ্ছে ছেড়ে বলে মাত্র
আমার ছাদের রেলিং হাতলে অনেক গল্প জমানো
হয়নি দেখা বহুদিন পেরিয়ে গেছে
বাতাসে ভেসে আসে চেনা কণ্ঠস্বর
আমার হচ্ছে যে বুকের বা পাশটায় ধড়ফড়


সেই ল্যাম্পপোস্ট বাতির আশা যাওয়া
রাত তখন ১১টা পেরিয়ে গেছে
খুব করে জেগে উঠা পদচারণা প্রায়শই
আমার অজস্র ব্যস্ততা
ছুটে যাওয়া সেই পুরনো পথ ধরে


নির্ঘুম রাত অনেক ফেলে আসা
সব শৈশবের ঘ্রাণ যেন জেগে উঠেছে
হাসাচ্ছে, ভাবাচ্ছে, এসে ভিজিয়ে দিচ্ছে পাতা
অনেক সময় যা আসিবে না ফিরে
ভালো থাকুক প্রিয় মুখ


.....