ঐ আকাশের পরে লক্ষ কোটি তারকারাজি
হয়তো এমন দিনে দেখা মিলবে
স্বপ্নের গভীরে চূড়ান্ত সন্ধি বলে
আমি দূর প্রহরে নদীর স্থবিরতা ধরে
ফের তাহার জলখেলা দেখিতে যাবো


রাস্তার পাশে ঘুমিয়ে থাকা ইচ্ছের মৃত্যু
কে জানিত কোন আলোকে তাহারে দেখিব
মিথ্যের বেড়াজালে আমাকে বন্ধি করে
জবাব খুঁজিতে আসিব না, তবু
ফের প্রভাতে তোমারে দেখিতে যাবো