জরাজীর্ণ সেই জংশন স্টেশন জুড়ে খুঁজে প্রেম
আমি অমিশ্রিত নয়নে ফিরেছি
লালনে কথনে আজ অনেক বেশীই লাঞ্চিত
ফিরছে অনেক, ফিরেছে পথিক, তবু অদেখা
আমার চিঠি হাতে পুরনো লিখনিতে
কাঁচা হাতে ভাঙ্গা ভাঙ্গা স্বপ্নে
আলাশ জুড়ে কেঁদে উঠে বলতে না পারা
অভিনয় চলে; চলে শুধু তার পথেই
বারেবারে মনে বাজে
জানালা খুলে এই বুজি দৃষ্টি পেল দেখা
সেই মনকাড়া হাসিতে
সেখান নতুনত্ব আবার জন্ম হয় একক সুরে
গৃহ্য মাজে অগোছালো ছেলে
আজ শিশু চোখে তাকায়
একটু সুখ নয়তো বিদায়


___জংশন স্টেশন