আমি রাতের গভীর থেকে আরও গভীরে
এই সম্পর্কের একটা নাম দিতে চাই
ভোরের আলো জেগে উঠার আগেই
মৃত্যুর দোয়ারে কষাঘাত করে ফেরার আগেই
পানির কলকল শব্দ তুলে দাঁড় টেনে
ঐপথ ধরে পাশাপাশি বহে যেতে চাই


একপশলা বৃষ্টি ভিজিয়ে দিবে তোমার চুল
আমি দু'হাত পেতে তোমার ছাতা হবো
গভীর থেকে একটা নিশ্বাস ফেলবো
চোখ বুজে নিভে তুমি; কান পেতে রবে
আমি শুনছি কি ঠিক?
এই প্রশ্ন রাখার প্রয়োজন হবে না
ভালোবাসি বলতে না পারা যুবক টি
ফের তোমার প্রেমে হাবুডুবু খাবে


খবরের প্রচ্ছেদে কোন নাম আসবে না
পাড়ার প্রতিটা লোকের মুখে মুখে এন্ট্রি হবে
সত্যি বলতে কি, সবাই সত্যটা মুছে দেয়
আংশিক ভাবে লিখতে হয় প্রেম বলেই
ঝড় বুজি এই শেষ হলো
জানালা খুলে দিবে ভালোবাসার মানুষ টি


___অশনি সংকেত