আবার বেড়ে যাচ্ছে অগোছালো স্বপ্ন গুলো
অবাক বিস্ময়ে স্মৃতির পাতা গুলো কারাবন্দী হয়ে
আমায় তেড়ে ফিরে পিছনে কেহ
আমি খুঁজি
আঁধার কে আপন ভেবেই গান লিখি
তপ্ত দুপুরে দাঁড়িয়ে আজ ভুল করি


বেড়ে যাচ্ছে সেইভ না করা গোঁফযুক্ত দাঁড়ি গুলোও
অনেক দিন হয় চিঠি লেখা হয় না
কবিতা গানে কখন জানি সময় গড়িয়ে যায়
আমাকে কেহ বন্দিত্ব থেকে মুক্ত করে আকাশে ছুঁড়ে বলে না -
"এ আকাশ শুধুই তোমার আমার"


বেড়ে যাচ্ছে খামখেয়ালি স্টেশন ধরে
চাঁপা কষ্ট নিয়ে
মাথায় হাত ভুলিয়ে বলছে না কেহ আমায় -
সময় গুলো সব বয়েই গেল, তুইতো স্রোতের বিপরীতে
আমি ভাবছি সামনের স্টেশনেই নেমে পড়বো
নতুন আলোয় সাজাবো নিজেকে
স্টেশন তবু আসে না- কেন?


(১২.০১.২০১৭ইং)