এই মানচিত্র যেদিন টুকরো করা হলো
সেদিন আমাকে কিঞ্চিত সুরে বলা হলো 'আলাদা করে কিছু লাগবে কিনা'
সদুত্তরে বলেছিলাম -'সবুজের পরে আমি এক টুকরো মাঠ চাই
আর এক বিঘত জমি, যেখানে খনন করিলে হংস চষে বেড়াবে'
তাহারা আমাকে তাই লিখে দিলো অনায়াসে


জানো, আজ সেখানে ছোট্ট একটা কুঁড়েঘর তুলেছি
মেঘ যখন খুব করে ছুটে আসে আমি তাহাদের আলিঙ্গন করি
কিছুদিন পর ফুল ফুটিবে বাগানে
লাল সাদা সূর্যি রঙা সব
তাহাদের নাম কখনো জানতে চেও না
কেননা আমি যে তোমার নাম বলতে পারবো না


আচ্ছা আজকাল কেন জানি জানতে ইচ্ছে হয়
তোমার সংসার কেমন চলছে? একাকী ঘর কি মানিয়ে নিতে পেরেছ?
আমার এখানে স্বপ্নের সংসার আর বিশ্বাসের খেলা নিয়েই বসত
তাহাদের আমি নতুন করে চিনেছি
ভালোবেসেছি, তবে তোমাকে ঘৃণা করা শিখতে পারিনি


১৭/০৩/২০১৯ইং