মর্গে থাকা লাশের সাথে দেখা হয়েছিল কিছুকাল আগে
বীভত্স হয়েছিল তার শরীর
দু'হাতের কব্জি বিচ্ছিন্ন ছিল
মাথাও থেঁতলানো ছিল
চোখ দু'টিও উপড়ে ফেলা হয়েছিল
তবুও ঠোঁটে লেগেছিল বিজয়ের হাসি
মনে হচ্ছিল যুবক টি হাসতে হাসতে লুটিয়ে পড়েছিল
পায়ের তলানিতে এখনো মাটি লেগেছিল
ধূলোয় মাখামাখি নয় একদম
শুধু পথ রুখে দেওয়ার ব্যথা লেগে ছিল
আমি অবাক হয়ে দেখি -সত্যি অর্থের বিজয়ী
বিজয় দেখিতে কেউ পিছন থেকে ঠেনে সামনে চলে আসে
কেহ মুখ থুবড়ে পড়ে নিজের বিজয় রক্ত পতাকায় টানিয়ে
মর্গে লাশের পরিচয় হয় না
নামকরণ হয় বেওয়ারিশ
সাদা কাফনের মূল্য নির্ধারণ হয় না
বাঁশের কোন দাম দিতে হয় না
চাটাই ফ্রি বলতে দেখে না
গাদাগাদি বিছানায় কাথা কম্বলহীন কলঙ্ক মুছে দেওয়া
বিজয়ীর চিহ্ন আর দেখা মিলে না
খবরের কাগজে আসে না শিরোনাম
রাত্রির মতই হারিয়ে যায়