ফুরিয়ে আসছে জীবনের সব রঙ,
মিলিয়ে যাচ্ছে সকল সময়।
ধরাবাঁধা জীবনে চাওয়ার ছিল অনেক
পাওয়া আর হলো কই,
না পাওয়াই থেকে গেল সব।
ভবিষ্যতের ভাবনা আমারে
করলো যে নিমন্ত্রণ।
এই অপূর্ণতা রেখেই সবাইকে
সামনে ফেলিতে হয় চরণ
ভাবতেই কেটে যায় বেলা
কিভাবে মুছে গেল জীবন হতে
উদ্দেশ্য বিহীন সময়।
সময়ের ভাবনা যারে রাখিলো বিভোর
সেই তো সবিশেষে গড়িল নিজের ভাগ্য।
হে দুর্ভাগা কপাল মোড়
করিও আমায় ক্ষমা
তোমার ভুবনে জানাও স্বাগতম
রেখেছি যে তোমার ভুবনে চরন!