আজই এই বসন্তের  দিনে
চারদিকে ফুল ফুটছে বনে বনে,
পাখির  কিচিরমিচির ডাক
কোকিলের মিষ্টি মুখের সূর
আহ! কি প্রশান্তি জনমনে।


গাছে গাছে চলছে নবরণ
শুকনা পাতায় পথ-ঘাট পূরন,
পাতা শুন্য গাছটির ডালের ফাকে
সূর্য মামা দিচ্ছে উঁকি প্রহরে।


পাতা শন্য শিমুল গাছটিতে
লাল ফুলে আছে ডাল জুরে,
বনে বনে ফুলের আবরণে
রঙিন প্রজাপতি উড়ছে  মাঝে।


ফুলে ফলে ভরে আছে চারিপাশ
আমের মুকুল ফুটছে সবই
আহকি সুবাস! তারই আশপাশ।


দক্ষিণা বাতাসে দিচ্ছে দোলা
কমল এ হৃদয়ে খুলছে তালা,
মনটা সবার বড়ই উদার
সবকিছুযে হয়েছে মধুময়।


প্রকৃতি সেজেছে নতুন করে
পাখির কলরবে মুগ্ধ চারিপাশ
সবকিছু তাহারই দান,
যিনি আমাদের রহিম রহমান।


🌳🍀💐🌹🌸🌺