তুমি মোর শান্ত হৃদয় হেরিয়ে
কেন গোধূলি লগ্নে লুকালে,
তোমা হতে মোর সুখ-দুঃখ
সে কথা কি ভুলিলে?
তুমি কোন বনো-বাটে,ঘোলাটে মেঘের আড়ে
সাড়া দাও না মোর স্তব্ধতার ডাকে,
তোমাকে যে খুঁজে বেড়াই চারদিক পেরিয়ে
শীতের কুয়াশার আধাঁরে থেকো না লুকিয়ে।
আসো একটু বেরিয়ে বাহির ভূবনে
মোর ক্ষান্ত হৃদয় শান্ত করিতে।
তুমি আসো তনু ভরা যৌবনা নিয়ে
দক্ষিণা হাওয়ার উড়ন্ত রথে,
আসো তুমি মোর নিঃষ্য আলয়ে
রোদে ঝলমলিয়ে জ্বলকিত হয়ে।
যেন আজ স্তব্ধতা বাঁজে ভূলকে
তোমার মাধূরী ছড়ায়ে মোর বীণার তারে,
আমি উজ্জ্বল হয়ে ফুটিব বাগিচে
তুমি এসো সুদর্শনে।

রচনা:০৪_১১_২০১৩ইং।