স্বাধিনতা তুমি আমার অহংকার
স্বাধিনতা তুমি ভাইয়ের রক্তে ভেজানো অলংকার।
স্বাধিনতা তোমার জন্যে!
কত বীর মরেছে না পেয়ে অন্ন
তবু তারা হয় নি ক্ষুন্ন।
স্বাধিনতা তোমারি জন্যে
সবুজের বুকে রাঙ্গিয়েছে কত না রক্ত!
তবু তারা শুএর কাছে শির করেনি নত।
স্বাধিনতা তোমারি জন্যে
তাঁরা দাবিত হয়েছে অগ্নি ঝরা পথে
কখন যেন মৃত্যু হয় এটাও তাঁরা জানে।
তাঁরা মৃত্যুকে বরণ করে ভয়কে হারিয়ে
বাংলাকে দিয়েছে স্বাধিনতা ফিরিয়ে,
বাংলা বলে নামটিকে রক্তা-ক্ষরে লিখে
ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে দিয়েছে।
তাইতো তাঁদের স্বরণ করি
২৬শে মার্চ এলে।

রচনা:১৭_০৩_২০১৩ইং।