কবিতা:
আগুনের ফুল


রইব মিশিয়া অনুভবে প্রিয়
পূর্ণ চন্দ্র তিথিতে
রইব মিশিয়া ক্রন্দনে তোমার
ঝরো ঝরো ঝরিয়া দু আঁখি তে


রইব মিশিয়া পুলকিত হিয়ায়
চাঁদের চাদর জড়ায়ে গায়
রইব মিশিয়া গোলাপ গাদা
জুই চামেলি বকুল ঠায়


ঝরিব বিন্দু শিশির কণায়
ঝরিব সোনালী ধান শীষে
অঝরে ঝরিব বাদল রূপে
তৃষিত জমিন ভালবেসে


হয়ত ঝরিব দুলকি চালে
পাহাড়ের বুক চিরিয়া
শত পথ পাড়ি নদী বেশে সখা
সাগরে নিজেরে সঁপিয়া


রইব পরান শ্বাস নিঃশ্বাসে
বক্ষে বাঁধিয়া আপন ঘর
রইব আমি জল স্থলে
কোথাও কাহারো নয়ক পর


রইব সখা শ্যাম বাঁশরি
ত্যাজিয়া না হয় আপন কূল
মর্মে মরণে নাহি গো মরে
ধরিতে গো যদি অগ্নি ফুল


ঝরিব গো বন্ধু চন্দ্র মস্তকে
তূর্যে বহিয়া বারিধারা
আকণ্ঠ পান বিষের নিমক
খেয়ালী ডমরু শুল ধারা


দিয়েছি এ প্রাণ বলি শতবার
ধর্ম নয় কি পিতৃকুল
দশানন নন্দন মেঘনাদ পাষাণ
অধর্মে ধর্ম ভুলে রও ফুল


রক্ষ দক্ষ অদক্ষ প্রাণ
জনম লইতে শতবার
মরণে আমি নাহি গো মরিব
ফিরিয়া আসিব বারংবার