আকাশের বুক চিরে ,
কংক্রিট দেওয়াল ছিন্ন করে !
বিষণ্ণ আলো তে ঝিমুতে থাকা এই সুন্দর শহর ।
চার দিকে লাশের ভিড়ে কেউ নেই , কিছু নেই !
না আজ কোন হরতাল নেই ,
নেই কোন বিপ্লবী ছেলে মেয়ের চায়ের কাপের উষ্ণ ধোঁয়া ময় বক্তৃতা ,
নেই কোন প্রেমিকের কান্নার রোমহর্ষক ধ্বনি ,
বৃদ্ধ বট গাছ টা ও ঝিম ধরে আছে
নেই কোন ডানা ঝাপটানো বাদুর কিংবা পেঁচা
আজ জুস্না
স্বর্গীয় মমতায় আবৃত এই শহর ।