কার গননে উঠেছে আজ
     আলো ছাড়া চাঁদ,
কোন নীলিমায় ভেসে গেছে
      বাদল ভরা স্বাদ..।

কোন নিশিতে জেগেছে মন
       একলা নিরালায়,
কার শহরে ছুঁটবে সহৃদয়
        কেনো যে হারায়..।

কোন বাগিচায় সুভাষ ছড়ায়
        রঙ রাঙানো ফুল,
কার ভুবনে বাঁচতে গিয়ে তবু
        করেছি কত ভুল..।

কোন শ্রাবণের ঝড়ো হাওয়ায়
        ভিঁজেছে এই দেহ,
কার বিরহে কেঁদেছে এই মন
       বুঝতে পারেনি কেহ...।

কোন ভবে তে ডাকছে রে আজ
        আমার প্রিয়জন,
কার প্রেমের বাহুডুরে ডুবেছে
       আমার অবুঝ মন..।