নারী হতে চাও,
       তবে খুব ভোরে জেগে উঠে
       ধর্মীয় উপসনায় মগ্ন থাক,
    পরে পরিবারের সকলের জন্য
     খাবার তৈরিতে ব্যস্ত থাক..।
তবেই হয়তো নারীত্বের অধিকার পাবে..!

নারী হতে চাও,
ভালোবাসার মানুষটির পাশে থাক,
  নির্দ্বিধায় তার মনের আকুতি
      গু্লোকে ধরে রাখ...।
তবেই হয়তো নারীত্বের অধিকার পাবে...!

নারী হতে চাও,
  রাত্রি জেগে বিনোদনের মাধ্যমকে
            ভুলে গিয়ে,
সামাজিকতায় আদর্শতা সৃষ্টি কর..।
তবেই হয়তো নারীত্বের অধিকার পাবে...!