কখনো তারার নিচে শীত চলে এলে
জানালার শার্সিগুলো হিম হয়ে যায়,
জাহাজডুবির মতো টুপ করে যেন
ঠান্ডা মখমল গায়ে সন্ধ্যা নেমে আসে--
আলো আর উড়ালের মাঝখানে জমে
কেবলই ঘন এক অলস হাওয়া--

ছায়ার মোচড় খুলে তবুও যখন
তারাদের নিচে যাই, রাত্রি ধরে আসে;
নীল আঙুরের মতো ছোটো নক্ষত্রেরা
অন্য কোনো রোদ হয়ে আলো বদলায়;
আর নরম পাখির বাসনাসমূহে
বিকট সমুদ্রফেনা ফিরে আসে ফের।


বাসনারা যেন কিছু উড়ে আসা পাতা;
রাত্রির ভেতর হিম, সযত্ন চমক।