স্মৃতির গামছা শোকে জড়িয়েছে ঢেউ
ঘটি ডোবা কুলে তার লাল পেড়ে শাড়ি
পুরনো নদীর খাঁজে মুখ গুজে সেও
সলীল সঙ্গমে দোলে পরিযায়ী বাড়ি।


বোধের ক্যানোপি ভরা শবদাহী সোম
অঝোর বেদনা বায় অতীতের দাঁড়
গভীর জলের তোড়ে আধপোড়া ঘুম
করুণ হৃদয়ে মুখ চেয়ে আছে তার।


মাঠের শরীর বহা  ঘর পোষা নদী
চরজাগা বৈশাখীর স্বর হতো যদি!