বিরহের পেয়ালায় শোকপানে নিমগ্ন প্রহর
ধৈঞ্চাফুল দেখে আকাশের লোলুপতা
রোমন্থনের কামুক চঞ্চুতে মড়ক
উড়ে যাক রেখাপাতের দস্যি জিয়ল গ্রীবা।
কানের দুলে কার সূর্যশাপ
ঝিকিমিকি জলের পুকুর
বনের দৈর্ঘ্য পেরিয়ে আসে ছায়া জিরাফ।
কিলবিলে আলো-ছায়ায় হেলে দুলে হেঁটে যায়
প্রাচীন বর্ষীয়ান ঢুলে পড়া প্রেমের বুড়ি
আমি তার ঘোলাটে চোখে বেঁচে আছি ঢের--
পরিত্যক্ত সুপ্রাচীন ঝোপালো পুলক হয়ে।


পটে আঁকা মহাকাল
আড় চোখে দেখে তার
হরিৎ আকাশ--শ্রুতি মেঘ উড়ে উড়ে
লোটা জল গড়ায় কর্কট- মকর ব্যাপী।
নিস্প্রভ ভূগোল যেন ছড়িয়েছে
গোধূলির দ্রাক্ষাদ্বীপ-- জিঞ্জিরার শিরায়
শুধু একটি এলোকেশী দীঘল রাত
একটি দীঘল রাতের অপেক্ষায়
হাজার বছর ডুব সাধনায় জেগে আছি আমি
যে রাতে একটি গোলার্ধে কদম তসবি জপে
শোকমুক্ত করবো এই
মেয়াদোত্তীর্ণ প্রেম।