শক্তি দাও যুদ্ধ করি
      


ওগো ঈশ্বর, প্রার্থনার সময় হয়নি আমার আজো
জীবন ঢাকা পাপে আগাগোড়া
কলুষতার জঞ্জালে অতল ভক্তির জাহাজ ও
শুন্য-হীন্য,  নগন্য, জীর্ন - জরা।


প্রভু, কান্নার চোখ নেই, -এ দুই  চোখ পাপ ভরা তীর
পাপের হাওয়ায় সদা জ্বলে,
হিংস্রতার নরকে ডোবা জ্বালাময়ী এই পৃথিবীর
এই প্রানে শত যন্ত্রনা দোলে।


হে মহাপ্রভু, তোমাকে দেখার চোখ নিয়ে আসি নি আমি
এনেছি দুই মৃত নোনাফল,
চর্বিত তৃণের মতো নিস্পেষিত ওগো রব্, অন্তর্যামী
বাঁচা নয়-কষ্টের যাঁতাকল।


নতজানু-অশ্রুতে ভেজানো স্থব্দ জায়নামাজের তল
আমার বেলায় আর না খাটে
চারদিকে মিথ্যার-অন্যায়ের দারুন দাপট প্রবল;
খাটি মানুষের ঈমান লুটে।


কি ক্ষমতায় আজ জগতে তোমাকে আমি সাজাবো রাজা?
নেমক হারামীর সংসারে-
তোমার রাজত্বে তোমারই নাম  প্রকাশিলে হয় সাজা,
মারে, ছিঁড়ে- ঢোকায় কারাগারে।


মাবুদ, আজ আর নয় আমার প্রার্থনার কোন দিন,
অনন্ত শক্তি দাও যুদ্ধ করি,
এতটাই হয়েছো কি গো দুর্বল? মমতা-ক্ষমতা হীন?
সত্যবাদীর রক্তে গড়াগড়ি?


প্রভু প্রার্থনার সময় কোন হয় নি আমার এখন,
অনন্ত শক্তি দাও করি যুদ্ধ;
  ওগো দেখনি তুমি -ঈমান উড়ে তুলা ধূনার মতন
  ইসলাম হয়েছে অবরুদ্ধ!
অনন্ত শক্তি দাও করি যুদ্ধ!