অনেক তো হলো বল্গা বিত্তের চাষ ;
কাদাময় হৃদয়ে ফুটিয়ে কদম
শোনো হে প্রেয়সী শ্রুতিসুন্দরী,
লোধ্ররেণু  মাড়িয়ে পায়ে
এ জনাকীর্ণ জঞ্জালে করি চলো
সুবোধলতার বারমাসী আবাদ।


সভ্যতার ট্রেনে আজকাল নীতির
মড়কে ঝলসে গেছে মনন গীটার
কাকভেজা নিঃস্ব হৃদয় হাতড়ে ফেরে
চাঁদের কঙ্কাল,  ভার্গো ক্লাস্টার জুড়ে
ছড়িয়েছে পঁচনের গন্ধ।
যতই দ্রুত এগিয়ে আসুক
জ্বলজ্বলে এন্ড্রোমেডা
আত্মহননের পথে আমরাই  সর্বাগ্রে
ছাড়িয়ে যাচ্ছি সময়।


অনেক তো হলো আত্ম পূজা
শোনো হে প্রেয়সী রতিনন্দিনী
চলো  আজ মানুষে মানুষে
ভরিয়ে দিই প্রেতচ্ছায়ায় গিজগিজে
ধ্বংসোন্মুখ বসুধা ভাগাড়।