পলাশের আগুন পুঁতা স্তব্ধ পলিমাটি
শিলা হয় একদিন পাললিক বিষে
হাঙরের অবশেষ-- খুলি পরিপাটি
গেয়েছে প্রেমের গান, নীপ পিষেপিষে।


বৈতরণিঘাটে আসে  প্রেমের শরীর
জোছনা খেয়ে খেয়ে যে হয়ে গেছে বুড়ি
ঋতু জুড়ে  ছিল যার কল্পনার ভিড়
সে আমার চোখ যেন -- বেদনার নুড়ি।


বিশাখার সাথে যত রাত হয়ে জাগি
সাগরের কলরোলে চলে যায় ঘুম
বেলাতট- বালিয়াড়ি কাঁকড়ার দাগী
নখ জাগে বুক জুড়ে আকাশের লোম।


তারপর ফেনাপাঠ  মেঘ ধরে চেপে
অনুভব জুড়ে বয়  তীব্র নিশী ঢেউ
কথা না রাখা শপথ, ভরসার ঝোপে
বাঁচার ইঙ্গিত দেয় মেরে ফেলা কেউ।