আমাকেই পাঠোদ্ধার কর আজ সুনীল হাওয়া
শাপান্তরে দশাগ্রস্ত বহুগামী ঋতুমতী ক্রোধ
নদীর ডেউয়ে হোক মন্বন্তরে আমাকে বাওয়া
শকুনের পাখনায় দাহ হোক শ্যামল-সুবোধ।
জংপরা প্রতিবাদে জড়ো হয়ে স্বার্থের আগল
সুষম চোখের কাঁচে ভীতিকর জমেছে আবিল
সাধনার সবটুকু জড়ো করা কল্যাণের জল
নিয়ে গেছে দেশান্তরে বৈষম্যের- দুর্নীতির চিল।


মেরুদন্ড ছাড়া সব আর্থ্রাপোডা পতঙ্গের ভীড়
মানুষের রাখালীর ভূতপূর্ব নিয়েছে যে দায়
কুন্ডলীর সাপদন্তে ছিঁড়ে ফেলা মানুষেরা চায়
দেখে স্বজাতীর বেশে গ্রাসে তাকে শ্বাপদ শরীর।
আমাকেই খেয়ে নাও জ্ঞাতীখেকো ধূর্ত স্বার্থ-ব্যাধ
এক হোক গতান্তর উচু-নিচুর ঘুচুক প্রভেদ।