তুই তো এক ফোঁটা অশ্রু
বাষ্পীভূত হয়ে যাস গাল থেকে
তুই তো একটি নাটাইয়ের একটিই ঘুড়ি
'লোড' হয়ে যাস এক কাঙাল থেকে।


তুই তো এক টুকরা আদ্র বাতাস
লৌহমনকে বানালি মরিচা ধীরে ধীরে
সুতো দিয়ে বেধে রাখি তোকে বুকে তবুও
ঢিলে হয়ে যাস বোতামের মতো ছিঁড়ে ছিঁড়ে।


হাত ধরে থাকলেও হোঁচট খেয়ে পড়িস
কিন্তু এক হাসিতেই তোর সেকি ক্ষমতা
ক্ষুদ্র মার্বেলের মতই হারাস যখন তখন
তবু কেন তোর এতই ব্যাপকতা ?