আমি ত্রিশে মৃত্যু চাইনা
দশ-বিশ কিংবা চল্লিশ-ষাটে মরতে চাই,
কিন্তু ত্রিশে মৃত্যু চাইনা।


ত্রিশে পরিণয় হতে প্রণয় জমে মাত্র
বিয়ের লাল শাড়ির গন্ধও মোছেনা নবাগতা বউয়ের,
তাই ত্রিশে মৃত্যু চাইনা।


ত্রিশে সন্তান ঠিক বাবা চেনেনা,
তার মাঝে কোন স্মৃতি জমা হয়না,
সে আমার আঙ্গুল ধরে  এখনো হাটেনি বলে
ত্রিশে মৃত্যু চাইনা।


ত্রিশে আমি নব্য স্বামী,
ত্রিশে আমি নব্য বাবা,
ত্রিশে আমি নব্য সংসারি লোক,
ত্রিশের দায় অপূর্ণ রেখে মৃত্যু চাইনা।


ত্রিশ স্রষ্টা চেনার সময়,
ত্রিশ রাজ্য জয়ের সময়,
ত্রিশ  পুণর্জন্মের সময়,
এ জয়যাত্রার শুরুতেই আমি  মৃত্যু চাইনা।।



®ত্রিশে মৃত্যু চাইনা ®
Ahsanul Huq
০১.১০.২০২১