এই দেখো আমি দিব্যি বেঁচে আছি।
বেঁচে আছি বিষ মিশিয়ে অমৃতে,
বিষ ছড়িয়ে ফুসফুস, হৃদপিন্ড আর যকৃতে।
বিষে বিষে বিষময় জীবনে মৃত্যুর খুব কাছাকাছি।
আমি বেঁচে আছি।


দেখো দেখো সত্যিই বেঁচে আছি,
বেঁচে আছি মন পুড়িয়ে,
ধূলিশায়ী চূর্ণ বিশ্বাস মাড়িয়ে-
জীবনের সাথে খেলে এতসব কানামাছি।
আমি বেঁচে আছি।


এ অস্তিত্ব বড় লজ্জিত
অস্থিমজ্জা অবধি মিশে যাওয়া ভুলে মিথ্যে স্বপ্ন আঁকা।
অহেতুক বেঁচে থাকা।
যত সব মিথ্যে সম্পর্কের জাল রচি।
আমি বেঁচে আছি।


জানি এ মেঘ কালো দিন মিলাবে আঁধারে।
এ হতাশার গান হবে শেষ চিরতরে।
তবুও যদি শেষ বেলায়, একবার দেখা পায় রক্তিম রবির এক ফালি।
সে আশায় বুক বেঁধে আছি।
আমি বেঁচে আছি।


মুখ ফিরিয়ে নাও, সেই ভালো।
কারণ জিজ্ঞেস করতে গেলে যদি আবার তোমার দায়ভার মেলে।
আবেগে তোমার আঁখি ভেজে জলে।
ভুল করে আবার তোমার করুণা যাচি।
আমি বেঁচে আছি।


হ্যাঁ, হ্যাঁ বেঁচেইতো আছি।
বেঁচে না থাকলে কি ক্ষুধা লাগে?
বেঁচে না থাকলে কি কাম জাগে?
বেঁচে না থাকলে কি মন খারাপ লাগে.... ?
বেঁচে না থাকলে কি বলতে পারতাম- "আমি বেঁচে আছি"।


তবু কেনো মনে প্রশ্ন জাগে- আমি কি সত্যি বেঁচে আছি?