ওরে, বাপু কাক।
ঘুরবি ফিরবি
কা কা করবি; কর।
যদিও খুব কানে লাগে
তোর কর্কশ ডাক।


ভাগাড়ে যাবি
ময়লা খাবি; খা।
গাছের ডালে, বিদ্যুতের তারে
যখন যেথায় ইচ্ছে করে-
বসে থাকবি; থাক।


কিন্তু ওরে, দুষ্টু পাখি।
বল দুঃখ কোথায় রাখি!
যখন আচমকা উপর থেকে
হাগু করে নোংরা করিস
লোকের শরীর-পোশাক