আঞ্চলিক ভাষা বলতে লজ্জা কিসের, ভাই
যেই ভাষাতে বেড়ে উঠা মায়ের মমতায়।
জন্ম থেকে যেই ভাষাতে হয়েছে হাসা খেলা
আধুনিকতার নামে তারে কেন অবহেলা!


নিজের গাঁয়ের ভাষার চেয়ে নেইতো কিছু মধুর
ভাব প্রকাশের আপন ধারা আবেগে ভরপুর।
যতই শিখি অন্য ভাষা- বলে হতে আধুনিক
মায়ের ভাষা মনের কোণে দীপ জ্বেলে রয় ঠিক।


দূর প্রবাসে, শহর-নগরে যখন যেখানে রই
মায়ের ভাষা শুনলে ঠিকই একটু ব্যাকুল হই।
যে বলে এই ভাষা তারে লাগে বড় আপন
ভালো লাগার পরম আবেশে জুড়ায় যেন মন।


মায়ের ভাষা মায়ের স্বরূপ দেশপ্রেমেরি আধার
এই ভাষাতেই ভালোলাগা সকল হাসা কাঁদার।
প্রমিত ভাষা, ভিন্ন ভাষা কভু মন্দ নয়কো জানা
শুধু মায়ের ভাষা তুচ্ছ যেন না ভাবি- এই হোক মানা।