গরমে অবস্থা যখন সবারই চরমে
এক বন্ধু বলে- 'সামনেতো পহেলা মে।
দুই তারিখ ছুটি নিলে টানা চার দিন বন্ধ
চল কোথাও ভ্রমণে যাই, করি আনন্দ।
সুহৃদ মিলে যেতে পারি কক্সবাজার
কিংবা সিলেট, দেখতে প্রকৃতি-পাহাড়।
সাথে অলি-আউলিয়াদের মাজার
না হয় খরচ হলো কয়েক হাজার'।


আমি বললাম- 'এই গরমে ভ্রমণ
কেমনে ভাবলি, তোর আক্কেল কেমন'!
আমাকে থামিয়ে দিল সহসা ইশারায়
'লেকচার থামা, তুই যাবিনা জানি নানা ছুতায়।
জীবন কদিনের ভেবে দেখেছিস কখনো
গাধার মতো খাটবি শুধু ফুরসত নেই কোনো!


ইট পাথরের নগরে রোবট হয়ে যাচ্ছি সবে
যান্ত্রিক জীবনে শান্তি পেয়েছে কে কবে!
শুধু দেহ বাঁচিয়ে রাখাটাই কি জীবন
সুস্থতা কী করে হয় বল- জীর্ণ রেখে মন।
বিনোদন দরকার, দরকার মাঝেমাঝে ভ্রমন
সুহৃদদের সান্নিধ্য দরকার আগলাতে স্বজন'।


বন্ধুর কথা শুনে আমি নির্বাক হয়ে রই
খাটুনির গাধা হয়েই রইলাম, মানুষ নই।
অনেকেই পারি না করতে জীবনকে উপভোগ
পিছুটানের সাথে রোজ কিছু বোঝা হয় যোগ।
প্রবোধ দিতে নিজেকে শত অজুহাত খুঁজি
আসলে যে সে প্রবোধ মেকি, ঠিকই তা বুঝি।
প্রবোধে নয় যথাযোগ্য উপভোগের হোক জীবন
শুধু দেহ নয়, গুরুত্ব পাক সুস্থ রাখতে মন।