মাসের শেষে ভাবছি বসে
পকেটে নেই টাকা।
গ্রামে গেলে লোকে বলে-
ভালো চাকরি করে ঢাকা।
লাজ শরমে আসল কথা
বলা হয় না তাদের।
আয় দিয়ে ব্যয় মিটে নাকো
ঘাটতি থাকে ঢের।


ঢাকায় নাকি টাকা উড়ে
শুনতাম গ্রামে থাকতে।
তাইতো আসা এই শহরে
নিজের স্বপ্নগুলো আঁকতে।
কামাই করবো, স্বচ্ছল হবো
অভাব যাবে ঘুচে।
স্বপ্নগুলো পূরণ করবো
হাসবো দুঃখ মুছে।


এসে দেখি এখানটাতে
এলাহি কারবার।
আমার মতো কোটি মানুষ
আসছে টাকাকে ধরবার।
ছুটছে সবাই যে যার মত
যেন বিরাম নেই।
টাকাই লক্ষ্য, টাকাই চাওয়া
কিন্তু পায় না সহজেই।


যাদের জোটে খুব সহজে
তারা সাধারণ নয়।
পদ-পদবী, ক্ষমতার চাবি
তাদের কাছেই রয়।
বাড়ি-গাড়ি, মিল-ফ্যাক্টরি
তাদের কব্জায় থাকে।
তারাই সাহেব, তারাই স্যার
অন্যদের বশে রাখে।


রঙিন শহরে, রঙহীন জীবন
ভেতর অনেকের ফাঁকা।
যেথায় স্বপ্ন গজায়, স্বপ্ন মরে
আজব শহর ঢাকা।