একদিন সব হবে, মন থেকে মুছে যাবে কষ্টের ক্যানভাস।
হাসি আর উচ্ছাসে হারাবে চিরতরে আজিকার এই দীর্ঘশ্বাস।


ছেড়ো নাকো হাল, হেলিয়ো না কাল, লক্ষ্যে থেকো অটল।
ভাসিও না স্রোতে, হেঁটো না সে পথে, যেথা দিয়ে ভ্রমে দুষ্টের দল।


সমুন্নত রেখো শির, উদারতম হিয়া
আন্তরিক হও কাজে, সর্বস্ব দিয়া।


হারার আগে হারে কাপুরুষ জেনো
হতাশা ছাড়িয়া মনে উদ্যম আনো।


তুমি পারবেই, এ আমার বিশ্বাস; নয় ধারণা।
সাফল্য দুয়ারে এসে বলবে তোমায়, "আমি তোমার, আর কারো না"।