ঝিরঝিরে বাতাস-----
নিস্তরঙ্গ জলরাশি কেমন চেয়ে আছে অনিমেষ!
ছোট্ট লেকের চারধার জুড়ে এত আলোর রোশনাই!
ক্রমশ সময়ের অবগুণ্ঠন খুলে দৃশ্যমান জীবন চিত্র।


মাখনের মত মসৃন পথ সেতো শেষ হবার নয়----
হিম শীতল অনুভূতি গুলো পায়ে পায়ে এগিয়ে যায়,
এত এত আলোর মাঝেও এ কেমন নিকষকালো
গহ্বর?
দ্বাদশীর আকাশে হঠাৎ এ কার চোখের অশ্রু ধারা?
সবই  নির্ধারিত অংকের ফল।


যদি একদিন আচমকা অমৃতের খোঁজ মেলে----
তুমি এসো জোনাকি হয়ে,
অমরত্ব করবে শুন্যস্থান পূরণ,
না হয় আকাশের গা বেয়ে ঝরুক জ্যোৎস্নার বৃষ্টি।