কন্ঠনালীতে আটকে যাওয়া শ্বাস,
পাঁজড় তলার মোচড়ানো ব্যথা
সব কেমন টুঁটি টিপে ধরে মুক্তিকামী অনুভূতিগুলোর,
বিষন্নতায় বুজে যাওয়া চোখ মৃত্যু গোনে শব্দ কয়েদির।


ওরা ভাষা হয়ে কথার আকাশে পাখা ওড়াতে চায়
ওরা সুরের বৃষ্টি হয়ে টুপ টাপ ঝরে যেতে চায়
তবু বিদ্রোহী শব্দরা আজ জমাট বরফ,
সাগরের অতল জল ওদের গিলে খেতে চায়।


আজো দ্রোহের সুর ভেসে যায় উজানের স্রোতে
মানুষ ভেসে যায়, হাজারো স্বপ্নের উঠোন ভেসে যায়
দ্রোহ! সেতো এখন এক প্রকার খড়-কুটো,
নষ্ট সময়ে প্রকৃতিও হয়ে উঠে অদমনীয় স্বৈরশাসক।